ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না’

‘ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না’

ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপি-জামায়াতের অশুভ তৎপরতা নসাৎ করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনব।

তিনি বলেন, মির্জা ফখরুলের মুখে এখন আর হাসি নেই। মুখ শুকিয়ে গেছে। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর তারা ভেবেছিল ক্ষমতায় এসে গেছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতা বিরোধীরা সরকার পতন ঘটাতে চায়। অশা করি, বিদেশি বন্ধুরা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে বিরত থাকবে।

হানিফ বলেন, ২০১৩ সালে হেফাজতের আন্দোলনের ওপরে ভর করে বিএনপি ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল। খালেদা জিয়া ভেবেছিল হেফাজতের আন্দোলনে সরকার নেমে যাবে।

এ সময় বিএনপি-জামায়াত কর্মসূচি দিলে রাজপথে থেকে তাদের যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ,মাহবুব উল আলম হানিফ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত