ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আ.লীগের বৈঠক সোমবার

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে আ.লীগের বৈঠক সোমবার

আগামীকাল সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের বিশেষ বৈঠক। বনানীর হোটেল শেরাটনে সকাল ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই দিনে সোমবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতেই শনিবার (৭ অক্টোবর) ঢাকায় এসেছে দলটি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে। প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলে যানা গেছে।

প্রাক-নির্বাচন,বৈঠক,আওয়ামী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত