ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফখরুলকে আজরাইলে আছর করেছে: ওবায়দুল কাদের

ফখরুলকে আজরাইলে আছর করেছে: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে আজরাইলে আছর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইদানিং পিটার হাসের সঙ্গে কথা বলে এসে আজরাইলের সঙ্গে কথা বলে। ফখরুল শেষ পর্যন্ত আজরাইলে আপনার ওপর আছর করেছে। আজরাইলের সঙ্গে কথা কন। কোনো পদযাত্রায় কাজ হয় না।’

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কাওলার সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‍মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণঅনশন কমসূচির কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘খবর জানেন? বিএনপির অনশনের খবর জানেন? মির্জা ফখরুল সকালে সোনারগাঁও থেকে খাবার এনে নাস্তা করছে। মিডিয়াকে বলে অনশন। এরপর আবার রাজখাবার খান।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘুরাঘুরি করে এমন কথাও আপনি বলেছেন। শেখ হাসিনা কারও কাছে ঘোরাঘুরি করতে যায় না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, জনগণের জন্য, অর্থনীতিকে বাঁচাতে। সহ্য হয় না? হায়রে অন্তর্জ্বালা!

সেতুমন্ত্রী বলেন, ‘এরা অন্ধকারের জীব। ফখরুল আজকে বলে বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। ফখরুল তোমার বিএনপি ফোকলা হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে। আইএমএফ বলেছে, বাংলাদেশ অর্থনীতিতে অগ্রসরমান। অর্থনীতি সঠিক পথে। কী বলে নাই? আজকেই রিপোর্ট আছে পত্রপত্রিকায়।’

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বায়োপিকটি সবাইকে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুজিব নামে ছবিটা দেখেছেন? বঙ্গবন্ধুকে জানতে হলে, বাংলাদেশকে জানতে হলে ইতিহাসের অনেক অজানা তথ্য আছে। পাশের প্রেক্ষাগৃহ আছে। এই সুযোগ কেউ মিস করবেন না। অজানা অনেক তথ্য এখানে লুকিয়ে আছে। আমি অনুরোধ করব আপনারা অনতিবিলম্বে এই ছবিটি দেখবেন।

ফখরুল,আজরাইল,কাদের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত