ময়মনসিংহ আ’লীগের শান্তি সমাবেশে চেয়ার ছুড়াছুড়ি, হট্টগোল
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ২০:৪৭ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছুড়াছুড়ি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে শান্তি ও উন্নয়নের স্বপক্ষে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচীতে এই ঘটনা ঘটে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে শুরু হয় এই শান্তি সমাবেশ। এতে জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
এ সময় মঞ্চের সামনে সারি করে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাক-বিতান্ডায় এই চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে।
এ ঘটনায় নেতাকর্মীদের হট্টগোল সৃষ্টি হলে জেলার সিনিয়র নেতাদের হস্থক্ষেপে অল্পক্ষনের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়েছে বলে জানা যায়নি।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শান্তি সমাবেশে এ ধরনের অশান্তি সৃষ্টি কাম্য নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পীযুষ কান্তি সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক গোলাম সরোয়ার প্রমূখ।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল কল রিসিভ করেননি।
তবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট পীযূস কান্তি সরকার বলেন, এটা ভুল বুঝাবুঝি তুচ্ছ ঘটনা। তাৎক্ষনিক সামাধান হয়ে গেছে।