ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের কথা ভাবতে পারি : কাদের

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের কথা ভাবতে পারি : কাদের

বর্তমান সরকারের সঙ্গে সংলাপের ক্ষেত্রে বিএনপির দেয়া চারটি শর্ত প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির দেয়া শর্ত প্রত্যাহার করলে দলটির সঙ্গে সংলাপ হতে পারে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সংলাপের চিন্তা করব তখন যখন তারা (বিএনপি) চারটি শর্ত প্রত্যাহার করে নেবে। শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তা-ভাবনা নেই। শর্ত তারা প্রত্যাহার করলে দেখা যাবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল সংলাপ প্রসঙ্গে কোনো কথা বলেনি। আমাদের সঙ্গে আলোচনার সময় সংলাপের বিষয়ে কোনো কথা হয়নি। তারা কোত্থেকে সংলাপের কথা আনল তা বুঝতে পারছি না। ওদের কথায় ইলেকশন হবে না। ইলেকশন আমাদের নিজস্ব বিষয়। ওরা বন্ধু রাষ্ট্র হিসেবে সুপারিশ করতেই পারে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি বলছে তাদের শর্ত রয়েছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদের বিলুপ্তি চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়- সেটা তাদের প্রথম শর্ত। তারা ইলেকশন কমিশনের পদত্যাগ চায়। আমরা তো এই শর্তযুক্ত সংলাপের চিন্তা করব তখন যখন তারা এই চারটি শর্ত যদি প্রত্যাহার করে নেয়। সংলাপ হলে শর্ত কিসের? শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা নেই।’

বিএনপি,সংলাপ,শর্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত