ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকা-৮ আসনে নৌকা চান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন ভূঁইয়া

ঢাকা-৮ আসনে নৌকা চান সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন ভূঁইয়া

ঢাকা-৮ আসনে নৌকা চান দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া। দীর্ঘাদিন ধরে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

গতকাল বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ও জমা দেন।

আবদুল মতিন ভূঁইয়া শিশু সংগঠন খেলাঘরে কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য। এছাড়া বাংলা একাডেমী আজীবন সদস্য।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, কৈশোর বয়স থেকেই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনীতি করি। মতিঝিলে ৪০ বছর ধরে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করছি। এখন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছি। ৯০ এর দশকে অবিভক্ত মতিঝিল থানা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলাম। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমায় মূল্যায়ন করবেন বলে প্রত্যাশা করছি।

আবদুল মতিন ভূঁইয়া মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদেরও সভাপতি। পাশাপাশি কয়েকটি ব্যবসায়িক সংগঠনেরও নেতৃত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও তিনি ফেনী-১ আসন থেকে তিন দফা নৌকার মনোনয়ন চেয়েছিলেন।

ঢাকা-৮,নৌকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত