অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৪৭ | অনলাইন সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে অবরোধের সমর্থনে রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ১০ পর্যন্ত রাজধানীর কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিলের সংবাদ পাওয়া গেছে।

সকাল ৭টায় রাজধানীর দয়াগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

এ সময় শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিল না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করবে।

মিছিল পরবর্তী সময়ে শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, অবৈধ তফসিল ছাত্রদলসহ দেশের সমগ্র মানুষ প্রত্যাখ্যান করেছে। অবৈধ তফসিল বাতিল করে জনগণের এক দফা দাবি মেনে না নিলে ছাত্রদল তপ্ত রোদে উত্তাল রাজপথে ফয়সালা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বি এম মিলাদ উদ্দিন ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান,মেহেদী হাসান অর্নব,আরিফুল ইসলাম আরিফসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড অভিমুখে মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে রাজপথ অবরোধ করে রাখেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ নিরব, যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন আলম, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ইকরাম খান, মো. সাইফ উল্লাহ সাইফ, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান মুন্না, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম প্রমুখ।

অপরদিকে, সকাল ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, সহ-সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আলী সুজার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাহবুব শেখ, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াকুব হাসান সানি, মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের দপ্তর সম্পাদক রেদোয়ান মাহদী জয়, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাংগঠনিক শামীম মিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক মিল্লাদ হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবদুর রহমান ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।