ঢাকা-৪ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হচ্ছেন দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার। স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে বুধবার দুপুর তিনি নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে শেখ মোহাম্মদ আজহার বলেন, স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীদের অনুরোধেই ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও বলেছেন, কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করতে না পারে। সেজন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।
জানা গেছে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীরা শেখ মোহাম্মদ আজহারের কার্যালয়ে এসে স্বতন্ত্র হয়ে ভোটে অংশ নিতে অনুরোধ জানান। ঢাকা-৪ আসনে নৌকা পেয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম।