ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা বিএনপির

বিজয় দিবসে কর্মসূচি ঘোষণা বিএনপির

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা, বিজয় র‌্যালিসহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দেবে বিএনপির নেতাকর্মীরা। এরপর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ফিরে শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সেখানে ফাতেহা পাঠ ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এ বিজয় র‌্যালি বের করা হবে।

রুহুল কবির রিজভী এসব কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিজয় দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত