আগামী প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য নৌকায় ভোট চাইলেন নসরুল হামিদ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ২০:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আগামী প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যত ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাইলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ।
শনিবার কোন্ডা ইউনিয়নের পানগাঁওয়ে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন প্রকৃত উন্নয়ন হয়। প্রত্যেকটা মানুষের ভালো থাকার সুযোগ তৈরি হয়। বিগত দিনে যারা সরকার পরিচালনায় ছিল, তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের কোন কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের যেমন উন্নয়ন হয়েছে- তেমনই মানুষের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, শিক্ষার মান বেড়েছে; অবকাঠামগত উন্নয়ন হয়েছে। সারাদেশে কেরানীগঞ্জের মানুষের সামাজিক অবস্থান উন্নততর হয়েছে।এখানে মানুষের জীবন যাত্রার মান বেড়েছে।
কেনারীগঞ্জ তার অন্ধকার যুগ ফেলে এসেছে মন্তব্য করে তিনি বলেন, একটা সময় ছিলো যখন অনেকে কেরানীগঞ্জকে বলতো, ‘বাতির নিচে অন্ধকার’। সেদিনের পরিসমাপ্তি হয়েছে। এখন কেরানীগঞ্জের মানুষ গর্ব করে বলতে পারে- ঢাকায় যে সুযোগ-সুবিধা আছে, আমরাও সেই সুযোগ-সুবিধা ভোগ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই এলাকায় যে উন্নয়ন হয়েছে তা দিয়ে মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে।
কেরানীগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে এসময় ঢাকা-৩ আসনের নৌকার এ মাঝি বলেন: কেরানীগঞ্জে বাংলাদেশের প্রথম বারের মতো ইউনিয়ন পর্যায়ে ১১০০ কোটি টাকা ব্যয়ে ফোর লাইনের রাস্তা হচ্ছে। এখানে পাঁচটি রাস্তার কাজ চলমান রয়েছে। সেগুলো সম্পন্ন হলে অন্যান্য জেলা, শহর এমনকী ঢাকার মত সুযোগ সুবিধা এখানে তৈরি হবে।
এছাড়া কেরানীগঞ্জে ২০০ বেডের সরকারি হাসপাতাল, অটিজম চিকিৎসা কেন্দ্র, নতুন নতুন খেলার মাঠ-পার্ক-বিনোদন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতির কথা ওঠে আসে নসরুল হামিদের কণ্ঠে।
এছাড়া তরুণদের জন্য আইসিটি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মমুখী বিভিন্ন কর্মশালা আয়োজনের কথা বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।