ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আজ দুপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

আজ দুপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভা করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১ জানুয়ারি) দুপুর দুইটায় সমাবেশের কার্যক্রম শুরু হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে নগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা জনসভা সঞ্চালনা করবেন।

এর আগে ২০ শর্তে এই জনসভার অনুমতি পায় আওয়ামী লীগ। গত শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফ স্বাক্ষরিত এক অফিস নথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের বরাবর পাঠানো হয়। এতে এই সমাবেশের অনুমতি দেয়া হয়।

এদিকে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা সফল করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা সফলে ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের একাধিক বর্ধিতসভা হয়েছে।

জানা গেছে, জনসভায় ঢাকা মহানগরের অন্তর্গত ১৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন। এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য নৌকা মার্কায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী,জনসভা,দুপুরে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত