দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ ভোট প্রদান করেছেন।
রোববার দোলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রে সকাল ১১টায় তিনি ভোট দিয়ে ভোট উৎসবে যোগ দেন।
এসময় তিনি বলেন, সারাদেশের মতো কেরানীগঞ্জেও আজ ভোট উৎসব হচ্ছে। সকলের মতো তরুণ ভোটার, বিশেষ করে যারা এবারই নতুন ভোটার হয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করছে। আমি সকাল থেকেই আমার আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। দীর্ঘলাইনে দাঁড়িয়ে সকলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। আমি নিজেও এখন আমার ভোট দিলাম। নির্বাচনটা যে উৎসব আর অগ্নি সন্ত্রাসীদের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে ভোটারদের এই উপস্থিতি তা আবারও প্রমাণ করলো।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উল্লেখযোগ্য পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি দেশেজুড়ে বিএনপি-জামায়াতের চালানো অগ্নি সন্ত্রাসের জবাব হিসেবে শীতকে উপেক্ষা করে তারা সকাল সকাল ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে। এছাড়া নিজেদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টিও এসেছে ঘুরে ফিরে তাদের কথায়।
এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-০৩ আসনের পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।