রাজবন্দিদের মুক্তিসহ একদফা দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (২১ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দি নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালোপতাকা মিছিল করবে দলটি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে করে আসা আন্দোলনের অংশ হিসেবে নতুন করে এ কর্মসূচীর ঘোষণা দিল বিএনপি।