স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই: ইঞ্জি. আবদুস সবুর
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৫৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
'বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। এবারের বইমেলার স্লোগান পড়ো বই,গড়ো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বই পড়ার অভ্যাস প্রতিটি ঘরে ঘরে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে বই পড়া আন্দোলন আরও বেশি গুরুত্ব দিতে হবে'।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের ২য় কাব্যগ্রন্থ 'ভালোবাসার বর্ণমালা' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এইসব কথা বলেন।
আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, শেখ তাজুল ইসলাম তুহিন ইঞ্জিনিয়ার হিসেবে যেমন খ্যাতিমান, লেখক হিসেবেও খ্যাতি অর্জন করবেন এই প্রত্যাশা করি। একদিন শেখ তাজুল ইসলাম তুহিন একুশে পদক পাবেন বলে আশাকরি। তিনি শেখ তাজুল ইসলাম তুহিনের সুবর্ণ অগ্রযাত্রা কামনা করেন।
এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবির মহিলা কমিটির চেয়ারপার্সন ইয়াসমিন রহমান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ভালোবাসার বর্ণমালা বইটি পাঠক হৃদয় ছুঁয়ে যাবে।প্রতিটি কাব্য এক একটি গল্পের বহি:প্রকাশ। এই গ্রন্থটির সাফল্য কামনা করছি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানী সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী, ইঞ্জিনিয়ার অমিত কুমার চক্রবর্তী পিইঞ্জ, ইঞ্জিনিয়ার মো. রনক আহসানসহ আইইবির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শেখ তাজুল ইসলাম তুহিনের ২য় কাব্যগ্রন্থ ভালোবাসার বর্ণমালা বইটি অমর একুশে বই মেলায় নক্ষত্র প্রকাশনী স্টল (স্টল নং ১৪৭) পাওয়া যাচ্ছে। বইটির প্রকাশক ডা. মুশফিকা রহমান, প্রচ্ছদ ও অলংকরণ শিমুল কিবরিয়া, মুদ্রণ ও ব্যবস্থাপনা টার্টল।