আমরা কাউকে দাওয়াত করে ডাকিনি : কাদের

প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৫:০৯ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মাতামাতি কেন এমন প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি কেন? তার প্রয়োজনে সে এসেছে। তাদের অ্যাজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তারা করতে এসেছেন। আমরা কাউকে দাওয়াত করে ডাকিনি।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ের নিজ দফতরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরেক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে তাদের কি আছে, তারাই ভালো জানে। ওপরে ওপরে বিএনপি তাদের পাত্তা দেয় না বললেও, তলে তলে বিএনপি কি করে তারাই ভালো জানে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি এগুলোর কেয়ার করি না।

এর আগে, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ডোনাল্ড লু।