ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৬:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিবি প্রধান।

ডিবিপ্রধান বলেন, বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে ব্যারিস্টার পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

আন্দালিব রহমানের দলীয় নেতাকর্মীদের ধারণা, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ২০০টি মামলায় দুই হাজার ১০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

 

আবা/এসআর/২৪