দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের হঠাৎ পতনে ‘নেতৃত্ব শূন্যতা’ দেখা দিয়েছে দলটিতে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের তৃণমূলের অনেক নেতাকর্মীরা। তারা প্রশ্ন তুলেছেন, এত বড় একটি দলে কঠিন পরিস্থিতিতে সাহস জোগানোর মতো একজন নেতাও কি নেই?
এ পরিস্থিতিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘আওয়ামী লীগে এত নেতা, কেউ একটি বিবৃতি বা ভিডিও বার্তাও দিতে পারলেন না। অথচ যে রুহুল কবীর রিজভীকে নিয়ে হাসাহাসি করা হতো, তিনি কিন্তু আত্মগোপনে থেকেও নিয়মিত বিবৃতি ও ভিডিও বার্তা দিয়ে গেছেন।’
তিনি দলের শীর্ষ নেতৃবৃন্দকে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে বলেন, নিষ্ঠাবান কর্মীদের সামনে আনুন। অন্তর্বর্তী সরকারকে সময় দিন। নিজেদের ভুল সংশোধন করেন। এই মুহূর্তে নির্বাচনের নাম মুখে আনবেন না।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা বলেন, এসব অভিযোগ অস্বীকার করার কিছু নেই। তবে এখন এগুলো নিয়ে বিভক্তির সময় নেই। আসলে প্রস্তুতির জন্য আমরা কিছুটা সময় নিচ্ছি।
আবা/এসআর/২৪