ঢাকা ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এখন দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে : তারেক রহমান

এখন দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেত্মাতারা রয়ে গেছে। শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না, জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই সেটি হবে সংস্কার।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির উদ্যোগে দলটির সাবেক জনপ্রিয় নেতা তরিকুল ইসলামের স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আজ অনেক ব্যক্তি সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছিল। ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এ সময় রাজনীতিতে তরিকুল ইসলামের অবদানের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন একজন মানুষ হারিয়েছি বলেই হয়তো আজ আরও ভালো পরামর্শ থেকে বঞ্চিত হয়েছি। দেশ ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য।

স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

এ সময় বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু, সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, সাবিরা নাজমুল মুন্নি, আমজাদ হোসেন, ডা. হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, দীপংকর দাস রতন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব কবির প্রমুখ।

আবা/এসআর/২৪

ক্রান্তিকাল,রাজনৈতিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত