ছাত্র-জনতার অভ্যুত্থানে পট পরিবর্তন হলেও বিপদ এখনও পুরোপুরি কেটে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। গণতন্ত্রকে আবার আঘাত ও নষ্ট করার চক্রান্ত চলছে।'
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দল এ আয়োজন করে।
বিএনপির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছ দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিকে ভাঙতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তা সফল হয়নি। ১৭ বছর ধরে বিএনপি লড়াই-সংগ্রাম করেছে। অসংখ্য মামলা, জেল, গুমের ঘটনা ঘটেছে। এরপরও বিএনপি আরও শক্তিশালী হয়েছে। সামনেও অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হতে হবে।’
এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আনুষ্ঠানের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করবে। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের দরজা।’
তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ মুজিব ’৭১ সালে পালিয়েছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে গ্রেপ্তার হওয়ার জন্য বাসায় বসে ছিলেন। সেটি আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইয়ে লিখেছেন।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাসহ অনেকে বক্তব্য দেন। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ সভা সঞ্চালনা করেন।