জাসাস’র জাঁকালো সাংস্কৃতিক সন্ধ্যা
তারেক রহমানের ধন্যবাদ জ্ঞাপন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৩:০৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বিশাল র্যালী অনুষ্ঠিত করে। এই বিশাল র্যালীটিকে সুসংগঠিত, সুশৃঙ্খল ও সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এছাড়া জাসাসের উদ্যোগে একই দিনে বিএফডিসি গেটে অনুষ্ঠিত হয়েছে জাঁকালো এক সাংস্কৃতিক সন্ধ্যা।
জাসাস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এতে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রোকন, সংগীতশিল্পী হাসান চৌধুরী ও চলচ্চিত্র পরিচালক সায়মান তারিকসহ অনেকেই।
র্যালীটিকে সার্বিকভাবে স্বার্থক করার জন্য জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমান এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, সাংগঠনিক কার্যক্রমের চাপ থাকায় গত শুক্রবার জাসাসের প্রোগ্রাম থেকে প্রধান অতিথি রুহুল কবির রিজভী জরুরি কারনে কেন্দ্রীয় কার্যালয় চলে যান। তবে তার চলে যাওয়ার পর একটি কুচক্রী মহল ভিন্নভাবে ঘটনাটি উপস্থাপনার চেষ্টা করে। তবে উপস্থিত জাসাস নেতারা ওই ঘটনাকে ভিত্তিহীন বলে জানান। আলোচনা, নাচ, গানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।