ঢাকা ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিবাদের যে প্রধান হোতা তিনি ভারতে অবস্থান করছে এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রচারনা চালিয়েই যাচ্ছে। এটা বলতে আমার কোন দ্বিধা নেই। যেটা আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি এবং জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদগ্রস্থ্ ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের তাতি পাড়ায় তার পৈত্রিক বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংবাদ কর্মীর প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, শহনশীল হতে হবে। সতের বছরের একটা জঞ্জাল এটা নিরসন করা ১৭ দিনেও সম্ভব নয়, সতের মাসেও সম্ভব নয়। অন্তর্র্বতীকালীন সরকারকে একটু সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব আমরা বার বার বলছি সবগুলো সংস্কারে হাত দেওয়ার দরকার নেই। নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে।

মির্জা ফখরুল বলেন এই সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরী করা। সকলে যেন ভোট দিতে পারে, সকলে অংশগ্রহণ করতে পারে তার জন কাজ করা। আর ভোটের ইলিং করার যে একটা ব্যাপার সেটা নিমূল করে নিরপেক্ষ লোকদের নির্বাচন কমিশনের জায়গাটাতে বসানো। বিচার বিভাগকে নিরপেক্ষ করা, প্রশাসনকে নিরপেক্ষ করা, নির্বাচনকে সুষ্ঠু করার যে করার সেটা করা। তিনি বলেন এই ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার তারা যে কাজটা সফল ভাবে করেছে রাজনীতিকে বিভক্ত করেছে। এই বিভক্তি দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। মতামত ভিন্ন থাকতেই পারে। গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় ঐক্য থাকবে। ঐক্যটা একটা মৌলিক বিষয়, এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভোমত্বের বিষয়, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়, মানুষের অধিকারের বিষয়। এই বিষয়গুলো হচ্চে মৌলিক বিষয়।

ফখরুল বলেন, এই সরকার সফল করতে সকলের দায়িত্ব। সব সমং পলিটিক্স করলে চলবে না, হৃদয় দিয়ে কাজ করতে হবে। বাজারের চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের যে উর্ধগতি সেদিকে এ সরকারকে গুরুত্ব দিতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমাদের পরিস্কার করে নির্দেশ দেওয়া আছে সারাদেশে প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখবো না, চাপ দেওয়ার চেষ্টা করবো না। যদি কোন অফিসার বলে থাকে তাহলে এটা তার অন্যায়। আমাদের জানা দরকার কারা এসব কথা বলছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

বিএনপি,সাংবাদিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত