যুবদল নেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান শুনানি শেষে এ আদেশ দেন।
আজ বাবুল সরদার চাখারীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক নাজমুল জান্নাত শাহ। তবে মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে পরবর্তীতে মূল নথি সাপেক্ষে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান বিচারক।
এর আগে গত সোমবার রাত ২টায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুল সরদারকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় অন্যতম আসামী ছিলেন বাবুল সরদার চাখারী। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এক অনুষ্ঠানে এই বাবুল সরদার চাখারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের কুলাঙ্গার বলে বক্তব্য দেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে বলেও বক্তব্য রখেন তিনি।