ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘বাংলার ম্যাজিক লিডারের জন্মদিন’

‘বাংলার ম্যাজিক লিডারের জন্মদিন’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেছেন , আজ বাংলাদেশের ম্যাজিক লিডার তারেক রহমানের জন্মদিন। যদিও শুভেচ্ছা জানানো ছাড়া জন্মদিনে কোন আড়ম্বর করার সুযোগ নেই। এটা নেতারই নির্দেশ। তিনি পুরোপুরি অনাড়ম্বরভাবে উনার জন্মদিনটি কাটাতে চান। কিন্তু তার অগনিত ভক্তকুল এবং নেতাকর্মীরা উনাকে বরাবরের মতই শুভেচ্ছার সাগরে অবগাহন করাচ্ছেন। বিনয় মানুষকে মহান করে আর দাম্ভিকতা মানুষকে করে নি:শেষ।

খবরে পড়েছি হাসিনা নাকি তার জন্মদিনে টাকা ছাড়া আর কোন উপহার নিতেন না। তিনি চাইতেন জন্মদিনে চাটুকারের দল তাকে নিয়ে স্তুতি বাক্যের বর্ষন করুক। হতোও তাই। চাটুকাররা জান জীবন লাগিয়ে দিতো তাকে নিয়ে চাটামোতে। দেশব্যাপী চলতো রমরমা চাঁদাবাজির ব্যবসা। এই যখন ছিল বাংলাদেশে জন্মদিনের কালচার সেখানে আমাদের নেতা একেবারেই ভিন্ন। একেবারেই সাদামাটা। একেবারেই সাধারন। এই সাধারনতা যারা ধারন করতে পারেন ইতিহাসের কষ্টি পাথরে তারাই তো হয়ে উঠেন অসাধারন।

তবে এটাও তো সত্য গত দেড় দশকে জ্বলে পুড়ে নিজেকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন জনাব তারেক রহমান। বাংলার মানুষকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছেন। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামে ব্যাপ্ত থেকে তবেই না হয়ে উঠেছেন গনমানুষের ‘তারেক রহমান’।

আজ সেই নেতার জন্মদিন। অবশ্যই আমাদের জন্য বিশেষ একটি দিন এবং আনন্দের দিন তো বটেই।

প্রিয় নেতা, আপনার জন্মদিনে আপনাকে জানাই শত সহস্র লাল গোলাপের শুভেচ্ছা। আপনার হাত ধরে দেশে গনতন্ত্র ফিরেছে। আপনার হাত ধরে দেশে সমৃদ্ধি ফিরবে এই প্রত্যাশায় আপনার অপেক্ষায় বসে আছে গোটা বাংলাদেশ।

বিএনপি,লিডার,তারেক রহমান,জন্মদিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত