জামায়েতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় বসে বিগত ১৬ বছরে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গান পুরোপুরি নষ্ট করে দিয়েছে।গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। লুটপাট ও গণহত্যার পর দেশ থেকে পালিয়ে গেলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদেশের মানুষকে বিভ্রান্ত করার হীন প্রয়াসে লিপ্ত থেকে নানা ধরনের অডিও ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এখনো সচিব এসপি ডিসি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির মুখ থেকে ফ্যাসিবাদের গন্ধ বেরোচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন দেয়া হলে ২৪ এর গণঅভ্যুত্থানের লক্ষ্য-উদ্দেশ্য ধুলোয় মিশে যাবে। তাই নির্বাচন কমিশনসহ সকল রাষ্টিয় অর্গান সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী'র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলীয় পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মাওলানা জাকিরুল ইসলাম খান, মোহাম্মদ আবু তাহের, ডাক্তার মোহাম্মদ মুসলিম উদ্দিন ও মাওলানা ওমর ফারুক প্রমূখ।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ধ্বংস হওয়া রাষ্ট্রের যথাসম্ভব সংস্কারপূর্বক একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য। যেখানে জনগনের ভোটাধিকার নিশ্চিত করা হবে।দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুন:উদ্ধার করা।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সিভিল প্রশাসন, ইলেকশন কমিশন ও জুডিসিয়ারিসহ ৫/৬টি মৌলিক সংস্কার করে নির্বাচনী রোড ম্যাপ এখন গণতাবিতে পরিণত হয়েছে। এগুলোর সংস্কার কাজে বেশি সময় নেওয়া যাবে না। এসব সংস্কারে দীর্ঘ সময় নিলে আবার ওই খুনের মাষ্টার মাইন্ড ওই ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। অরাজকতা, নৈরাজ্য করবে। ৫ই আগষ্টের পরও বিভিন্নভাবে অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে ফ্যাসিষ্টরা। তাদেরকে সেই সুযোগ দেয়া যাবে না। শহীদ শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।
অন্তবর্তীকালীন সরকার নতুন ইলেকশন কমিশন গঠন করেছেন উল্লেখ করে গোলাম পরওয়ার আরও বলেন, আমরা ইলেকশন কমিশনকে বলবো যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের প্রস্তুতি নিন। প্রশাসনের বাকী সংস্কারগুলো সম্পন্ন করুন। জ্বরাক্রান্ত প্রশাসনকে আপনি জ্বর মুক্ত করুন, সংক্রমণমুক্ত করুন, দলীয়করণ মুক্ত করুন, দূর্নীতি থেকে মুক্ত করুন তখন জনগনই বলবে দিস ইজ দ্যা প্রপার টাইম টু ইলেকশন, নির্বাচনের উপযুক্ত সময় হয়ে গেছে।