ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সস্ত্রীক লন্ডনের উদ্দেশে মির্জা ফখরুল

সস্ত্রীক লন্ডনের উদ্দেশে মির্জা ফখরুল

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সাড়ে ছয় বছর পর লন্ডন যাচ্ছেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমসহ ঢাকা ত্যাগ করেন তিনি।

সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুইবার লন্ডন গিয়েছিলেন মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন।

জানা গেছে, ১০ দিনের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি। মূলত বিএনপির শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব।

আবা/এসআর/২৪

সস্ত্রীক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত