ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত’

‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারকে যদি ভালোভাবে বিদায় নিতে হয় তাহলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোষররা। এসব ষড়যন্ত্র দু্লিসাৎ করে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত বর্তমান সরকারের।

খন্দকার মোশাররফ বলেন, কেউ কেউ বলছেন, সংস্কার শেষ করে নির্বাচন দেবেন। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সরকার অতি দ্রুত রোডম্যাপ দেবে। তাদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটি সময় নির্ধারণ করা।

বিএনপির এই নেতা বলেন, ‘সে জন্য আমরা বলছি, নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। তাহলে জনগণ এই সরকারের প্রতি আশ্বস্ত হবে। অন্তর্বর্তী সরকার যদি সম্মানের সঙ্গে বিদায় নিতে চায়, তাহলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অর্থাৎ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা,‘অন্তর্বর্তী সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত