খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের হাইকমিশনার

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সাক্ষাৎ করেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হাসান গণমাধ্যমকে জানান, হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান ও পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বলেও জানান।

তিনি আরও বলেন, উনি (সৈয়দ আহমেদ মারুফ) ম্যাডামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ম্যাডামের কাছে পৌঁছে দিয়েছেন। ম্যাডামও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

আবা/এসআর/২৪