বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে ভারত দুর্ভিক্ষ ঠেকাতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, আমরা শুধু ভারতকে ইলিশ পাঠাই, কিন্তু তারা সবকিছুই পাঠায়। সুতরাং ভারত যদি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখে তাহলে মোদি ও সোনিয়া গান্ধী কপাল ঠোকাঠুকি করতে পারবেন, কিন্তু দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, আমাদের একটা ফরেন পলিসি আছে, সকল দেশের সঙ্গে বন্ধুত্ব; কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারত নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের ফরেন পলিসি থাকতে হবে। ছোট-বড় দেশ বলে কোনো কথা নাই।
বিএনপির এই নেতা বলেন, প্রতিটা দেশ কারও না কারও ওপর নির্ভরশীল। আমেরিকা এত বড় দেশ, অথচ তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই। কিন্তু তারা পোশাকের জন্য বাংলাদেশ-ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ওপর নির্ভর করে। সুতরাং ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। নেপাল, মালদ্বীপ ও ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে তো অনেক আগে থেকেই নেই। এখন বাংলাদেশের সঙ্গে।
তিনি বলেন, ভারতকে ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভেতর দেশের সঙ্গে সম্পর্ক হারিয়ে তারা কীভাবে চলবে। কোনো দেশই ভারতের সঙ্গে আপস করছে না। ভারতের অবস্থা বাঘ ও শিয়ালের গল্পের মতো হয়ে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৬ তারিখের পর থেকে আমি অনেক কথা বলতাম, এখন দেখি আমার দলের লোকজন বলে তাই আমি আর বলি না। তবে আবার যখন কোনো কিছু দেখব তখন বলব। সবকিছুরই শেষ আছে, আর যার শেষ ভালো তার সবকিছুই ভালো।