ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

স্থগিত করা হলো মুক্তিযোদ্ধা দলের সমাবেশ

স্থগিত করা হলো মুক্তিযোদ্ধা দলের সমাবেশ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর এ সমাবেশ হওয়ার কথা ছিলো। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে সংগঠন থেকে জানানো হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎয়ের বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, দুপুর সোয়া একটার দিকে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানিয়েছেন মুক্তিযোদ্ধা দলের সমাবেশ আপাতত হচ্ছে না। পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে।

২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কিন্তু অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়া এই সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আবা/এসআর/২৪

মুক্তিযোদ্ধা,সমাবেশ,স্থগিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত