বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার চাইলে আবারও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার আদায় ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আবারও জনগণকে রাজপথে নেমে আসতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত নেতাকর্মীর উদ্দেশ্য মির্জা ফখরুল বলেন, আপনারা পরিবর্তন চান নাকি আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান। যদি না চান তাহলে ৫ আগস্ট যেভাবে রাস্তায় নেমেছিলেন, সেইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। ভাতের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।
বিএনপি মহাসচিব বলেন, আজ অনেক কিছু শুরু হয়েছে। কিছু কিছু মানুষ বিভিন্ন কথা বলছে। এই কথাগুলো বন্ধ করেন। বিশেষ করে দায়িত্বশীল জায়গায় যারা আছে তারা ভুল কথা বলে, উত্তেজনামূলক কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। দয়া করে আর দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। অনেক হয়েছে, আমরা অনেক কষ্ট করেছি, অনেক রক্ত দিয়েছি। আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই। সেই নির্বাচনে যাকে আমাদের পছন্দ তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে। চুরিচামারি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে। বন্ধ করবে, দখলদারি বন্ধ করবে।
তিনি বলেন, এই দেশটা কারো বাপের না। আমাদের রক্ত পানি করে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা। কারো দানে পাওয়া নয়। এই দেশটা আপনাদের; এই মাটি আপনাদের; এই মানুষগুলো আপনাদের। আপনাদেরকেই রক্ষা করতে হবে এ মাটি ও দেশ।
বিএনপি মহাসচিব বলেন, আমরা কারো ওপর প্রতিহিংসা চালাতে চাই না; কারো ওপর প্রতিশোধ নিতে চাই না; আমরা সবাইকে নিয়ে ভালোবেসে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আসুন আমরা সবাই মিলে সে লক্ষ্যে কাজ করি।
আবা/এসআর/২৪