বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যা, সন্ত্রাসীকাজে জড়িতদের বিএনপিতে আসার কোন সুযোগ নেই।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন জেলায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতি, ফ্যাসিবাদকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পূর্ণপ্রতিষ্ঠা করা। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট এছাড়া অন্য কোন উপায় আছে বলে আমার জানা নেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন অর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, তারেক আদনান, বিএনপি নেতা আনছারুল হকসহ জেলা, উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।