ঢাকা ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে: মঈন খান

প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন ও পুলিশ সংস্কার অপরিহার্য। তাই সেটাকে সংস্কার করে নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে চায়, তাদের অধিকার নিশ্চিত করতে হবে।

বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মঈন খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর গণতন্ত্র হত্যা করেছে স্বৈরাচারী সরকার। ছাত্রদল সেই সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আন্দোলনে ভূমিকা রেখেছে।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান শ্যামল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

মঈন খান,নির্বাচন,প্রশাসন,পুলিশ সংস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত