বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিগত সরকারের আমলে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে মোট ১৫ বছরে প্রায় ২৮০ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।
মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রজন্ম গত তিন মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি গণতন্ত্রের অবনতির অভিযোগ তুলে বলেন, “আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু চর্চা করি না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি বরং ধ্বংস করা হয়েছে।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেশের মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে সম্পদ লুটপাট করেছে। বর্তমানে জনগণ ভোটের অধিকার হারিয়েছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর।
এ সময় আক্ষেপের সুরে তিনি বলেন, কী করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। বর্তমান প্রজন্ম জানে না ভোট কি। তারা গত তিন টার্মে (মেয়াদে) ভোট দিতে পারেনি। পরপর তিন টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করে মানুষকে নির্যাতন-নিপীড়ন চালায়। সেই সঙ্গে লুট করে দেশের সম্পদ।
অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক জাহেদা পারভীনের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম আল আব্দুল্লাহ, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম গোলাম রব্বানী, যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ তসলিম উদ্দিন, দিনাজপুর কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।