ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

৭০ অনুচ্ছেদ সংস্কারে তড়িঘড়ি করা উচিত হবে না: রিজভী

৭০ অনুচ্ছেদ সংস্কারে তড়িঘড়ি করা উচিত হবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারে তড়িঘড়ি করা উচিত হবে না।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘৫৪ এর যুক্তফ্রন্ট আমরা দেখেছি কিভাবে কেনাবেচা হয়েছে। সেই সময়ে গণতন্ত্র ধ্বংসের পথে গেছে এবং ৫৮ সালে সামরিক আইন এসেছে। সেই কারণে অন্তবর্তীকালীন সরকারকে বলব, সংবিধানের ৭০ অনুচ্ছেদ-এইটা ভালো জিনিস না কিন্তু, এইটা কয়েকটা ধাপ যাওয়ার পরে আপনারা সংস্কারের উদ্যোগ নেবেন। কিন্তু রাতারাতি যদি আপনারা তুলতে যান তাহলে দেখবেন আরও খারাপ কিছু, আরও কালো কিছু এর মধ্যে ঢুকে যাবে। এ কারণে সাবধান থেকে এগুলো মনে রেখে আপনাদেরকে সংস্কার করতে হবে।’

তিনি বলেন, ‘প্রশাসন, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ সংবিধানের নানা সংস্কারে হাত দিয়েছেন। কিন্তু এই সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, এটা কিন্তু হুমড়ি খেয়ে পড়ে যাবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে সংবিধানের অনুচ্ছেদ ৭০ এর সংস্কারের কথা বলা হচ্ছে। এটা কিভাবে করবেন? জনগণের পক্ষ থেকে বলব, তড়িঘড়ি করে কিছু করতে গেলে সংবিধান আরও বেশি পঙ্গু হয়ে যাবে। আমরাও চাই ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। কিন্তু যদি রাতারাতি করেন তাহলে হবে না।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দলের দক্ষিণের সভাপতি সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আউয়াল প্রমুখ।

৭০ অনুচ্ছেদ,সংবিধান,সংস্কার,রিজভী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত