বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে রাজনৈতিক গুজব ছড়ানো এবং প্রোপাগান্ডা চালানোর অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক একটি থিংকট্যাঙ্কের মাধ্যমে গুজব ছড়ানোর কাজে জড়িত।
প্রতিবেদনে বলা হয়েছে, এই থিংকট্যাঙ্ক থেকে ছড়ানো বেশিরভাগ গুজব বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে। ২০২২ সালে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা একটি ভুয়া অ্যাকাউন্টের সন্ধান দিয়েছিল, যা এ ধরনের প্রোপাগান্ডা চালাতে ব্যবহৃত হয়।
অন্যদিকে, বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। সম্পত্তি নিয়ে টিউলিপের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে।
গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান টিউলিপ সিদ্দিক। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
তবে এই অভিযোগ সত্ত্বেও টিউলিপ সিদ্দিকের প্রতি আস্থা রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। তার মুখপাত্র জানিয়েছেন, "প্রধানমন্ত্রী টিউলিপের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং তিনি দুর্নীতিবিরোধী দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশা করছেন।"