জুলাই ঘোষণাপত্র: সর্বদলীয় বৈঠকে বিএনপি যাচ্ছে না
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ | অনলাইন সংস্করণ
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেখানে বিএনপি অংশ নেবে না।
তবে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে বিএনপি যাবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সর্বদলীয় বৈঠকের তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।