ঢাকা ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ঘোষণাপত্রকে নিয়ে যেন জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি না হয়: সালাহউদ্দিন

ঘোষণাপত্রকে নিয়ে যেন জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি না হয়: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেখানে কোনো ফাটল সৃষ্টি হতে দেওয়া যাবে না। এটি রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, "জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে, তাকে গণঐক্যে পরিণত করে জাতিকে এগিয়ে নিতে হবে। এটি কেবল রাজনৈতিক নয়, সাংস্কৃতিক চর্চারও অংশ হওয়া উচিত। এই ঐক্য যেন কোনোভাবেই ভেঙে না যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।"

তিনি আরও বলেন, "ফ্যাসিবাদের দোসররা এখন ঐক্যে ফাটল ধরাতে চেষ্টা করবে। তাই আমাদের সচেতন থাকতে হবে। আমরা সব রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত রাজনৈতিক বার্তা দিতে চাই।"

সালাহউদ্দিন আহমেদ জানান, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, "ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা, রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছি। এটি প্রণয়নে সব পক্ষের মতামত অন্তর্ভুক্ত করতে হবে, যেন জাতীয় ঐক্যে কোনো ফাটল না ধরে।"

বিএনপির অবস্থান নিয়ে তিনি বলেন, "আমরা বিভিন্ন রাজনৈতিক দলিল ও প্রস্তাবনায় আমাদের পরামর্শ দিয়েছি।

তবে খসড়া নিয়ে কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

তিনি জানান, "ড. মুহাম্মদ ইউনূস আমাদের বৈঠকে আহ্বান করেছেন। আমরা আমাদের মতামত দিয়েছি এবং বিভিন্ন বিষয়ের ওপর পরামর্শ দিয়েছি। জাতীয় ঐক্যের প্রশ্নে আমাদের দল পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।"

সালাহউদ্দিন,জাতীয় ঐক্যে,ঘোষণাপত্র
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত