ঢাকা ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াতের আমীর 

মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াতের আমীর 

কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ শনিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠানে এই কথা বলেন। প

দীর্ঘ ১৫ বছর এই মাঠে জামায়াতের এমন কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নামে নেতাকর্মীদের ঢল।

তিনি আরো বলেন, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ ও মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন। যারা এসব করছেন, বিনয়ের সাথে বলি এগুলো বন্ধ করেন। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না শোনে, তাহলে তাদের আমরা বলছি, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।

জামায়াতের আমীর বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, দখলদার মুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর শক্তিতে বলীয়ান জাতি গঠন করতে চাই। যতক্ষণ পর্যন্ত ইনসাফ এ জমিনে কায়েম না হবে। ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে। আল কোরআনের শাসন সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণ এর আমীর মু. নূরুল ইসলাম বুলবুল, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাব উদ্দিন, রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্মেলন পরিচালনা করেন মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল ও সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন এবং জেলা সেক্রেটারি গোলাম মুর্তুজা ও সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

জামায়াতের আমীর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত