যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না। খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার ফলাফল পর্যালোচনা করার পর তার মেডিকেল বোর্ডের সদস্যরা আরও কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী এক-দুই দিনের মধ্যে দুইজন চিকিৎসক তাকে পরিদর্শন করবেন। বর্তমানে তিনি ওষুধের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন, তবে যদি অন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয়, তার চিকিৎসকরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ (২২ জানুয়ারি) সকালে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় তার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি গ্রহণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, মেডিকেল বোর্ড আগামী দুই-তিন দিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়ার কিডনি, লিভার এবং হার্ট—এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের স্বাস্থ্য নিয়ে তারা বিশেষভাবে উদ্বিগ্ন। এই জটিলতাগুলোর সমাধান করার জন্য তারা কাজ করছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
আবা/এসআর/২৪