ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘ওয়ান-ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি’

‘ওয়ান-ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি’

ওয়ান-ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া-মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ওয়ান-ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। সে সময় খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে। যারা দলটিকে ভিন্নশিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না।

নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি। এতে বিএনপি ঈর্ষান্বিত নয়। যারা এমন মন্তব্য করছেন তারা জাতির শত্রু।’

এ সময় ভুল বার্তা দিয়ে দেশকে বিভক্তের চেষ্টা না করার আহ্বান জানান তিনি। বিএনপিকে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

ওয়ান-ইলেভেন,বিএনপি,মির্জা আব্বাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত