ঢাকা ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্তপূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেয়া হয় বিবৃতিতে।

বহিষ্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত