ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সংস্কারের আগে নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম

সংস্কারের আগে নির্বাচন দিলে তা প্রশ্নবিদ্ধ হবে : ফয়জুল করীম

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা সবাই নির্বাচন চাই। তবে সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে এ কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, নির্বাচন চায় না এমন কোনো রাজনৈতিক দল নেই। আমরা সবাই নির্বাচন চাই। কিন্তু নির্বাচন কবে দেবেন, কালকেই? আগামীকাল যদি নির্বাচন হয় তাহলে কি সুষ্ঠু হবে? অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে? লাভটা কী? সংস্কার করার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দিলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না। আবারও দখলদারি, চাঁদাবাজি, কালো টাকার ছড়াছড়ি হবে। এমন নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট বাংলাদেশে বিএনপির নেতাদের বক্তব্য দেওয়ার সময় আরও সতর্ক থাকার আহ্বান জানাই।

বিএনপিকে উদ্দেশ করে ফয়জুল করীম বলেন, যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয়, তাহলে আপনাদের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না।

সম্প্রতি বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন। রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায়নি। এখনো হাসপাতাল থেকে হাজারো রোগী বের হতে পারে নাই। এর মধ্যে সব অবদান ভুলে গেছেন?

জামায়াত ইসলামী প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন চলে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন দেশ ও মানবতার জন্য ঐক্য করতে রাজি। জামায়াতের আমির চরমোনাই গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয়। বরিশালে উনার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যাওয়ার পথে সৌজন্য সাক্ষাতের জন্য চরমোনাই গিয়েছিলেন। যেহেতু তিনি একজন মেহমান, আমরা সেই হিসেবে শ্রদ্ধা-সম্মান ও আতিথেয়তা যতটুকু করার সেটার চেষ্টা করেছি। এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।

আবা/এসআর/২৪

সংস্কার,নির্বাচন,প্রশ্নবিদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত