ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত আছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব আতিকুর রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, গত শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেন, দুটি ইসলামি দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে।
তিনি বলেন, বিএনপি নতুন করে আর কী দেখাবে? তাদের নতুন করে দেখার কিছু নেই। তারা যা করবে, তা আমরা এখনই তো দেখছি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। তারা ইসলামের পক্ষে একটি বাক্স চায়। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। দেশের ইসলামি ও সমমনা দলগুলোকে কীভাবে কাছে এনে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেওয়া যায়, সেটা জনগণের চাহিদা।