ঢাকা ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে : তারেক রহমান

দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীসময়ে দেশের মানুষের পাশে ছিল। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির সবচেয়ে বড় দল। অন্য দলগুলো সেটা অস্বীকার করছে না। কাজে বিএনপির এখানে সবচেয়ে বড় দায়িত্ব ৩১ দফা বাস্তবায়ন করা। এই ৩১ দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রতিশোধ নিতে চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা যেমনিভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন। আমি এবং আমার পরিবারের সেই স্বৈরাচার দ্বারা অত্যাচারিত হয়েছি। সেই নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই।

তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। এছাড়া বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারগুলোকে দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের নামে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে।

তিনি আরও বলেন, যে কোনো মূল্যে দেশের মানুষের আস্থা ধরে রাখতে হবে। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। অন্যরা আমাদের সহযোগিতা করবে কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। দেশকে রক্ষা করা, দেশের সর্বমতে রক্ষা করা, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠিত করা, রক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে আমাদের কর্মশালার সেটিই হোক শপথ সেটিই হোক কর্মশালার প্রতিজ্ঞা।

আবা/এসআর/২৫

আস্থা,বিএনপি,মানুষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত