দলীয় নেতাকর্মীসহ একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলা পরিদর্শনে যান তিনি।
তিনি সাংবাদিকদের বলেন, বইমেলার প্রতিটি স্টলেই দেখেছি বইপ্রেমীদের উপচেপড় ভিড়। এই বইমেলার মাধ্যমে দেশ তার অতীত স্মরণ করে। যে জাতি তার অতীত স্মরণে রাখে, ধারণ করে, সম্মান করে, সে জাতি এগিয়ে যায়। আমরা আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হবে।
এর আগে দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফিকুর রহমানের বইমেলায় যাওয়ার বিষয়টি জানানো হয়।
আবা/এসআর/২৫