ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

পানিবণ্টন নিয়ে ভারতের আচরণ অপ্রতিবেশীসুলভ: তারেক রহমান

পানিবণ্টন নিয়ে ভারতের আচরণ অপ্রতিবেশীসুলভ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানিবণ্টন নিয়ে ভারতের আচরণ অপ্রতিবেশীসুলভ। তিস্তার পানি বাংলাদেশের মানুষের অধিকার, এটি কোনো দয়া বা করুণা নয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাপনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত লাখো-কোটি মানুষ আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী আছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া বাংলাদেশের অধিকার। অথচ আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজ আমাদের আন্দোলন করতে হচ্ছে।"

তারেক রহমান আরও বলেন, "আমাদের সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। ফেলানির মতো আর কোনো লাশ চাই না। ভারতকে অনেক কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমরা ন্যায্য অধিকার পাইনি।"

তিনি বলেন, "নির্বাচনের কথা বললেই সরকারের কিছু উপদেষ্টা বিচলিত হয়ে পড়েন। সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে।"

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে আন্দোলনরত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন তারেক রহমান। এই কর্মসূচিতে তিস্তাপাড়ের হাজারো মানুষ অংশগ্রহণ করে তিস্তা বাঁচাতে আন্দোলনের দাবি জানান।

তিস্তা,পানি,হিস্যা,তরেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত