ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বের সুযোগ নেই : আমির খসরু

সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বের সুযোগ নেই : আমির খসরু

সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালীর মাইজদী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে। নির্বাচন বিলম্বিত করতে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে, যা মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে খসরু বলেন, সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যই নির্বাচনকে বিলম্ব করছে। যত দিন যাচ্ছে তত নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। এতে বর্তমান সরকার নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে তা সরকারকে ভেবে দেখতে হবে। যদিও নির্বাচনের জন্য একটি অন্তবর্তী সরকার প্রয়োয়জন রয়েছে। এ জন্য আমরা সমর্থন দিয়েছি। উপদেষ্টাদের কথাবার্তায ও সোশ্যাল মিডিয়ায়র পোস্টের মাধ্যমে মনে হচ্ছে তারা কোন এক দিকে ঝুকে যাচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় না পর্যন্ত আমাদের সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই, এই সংগ্রাম চলমান রয়েছে। আমাদের বিভিন্ন নেতাকর্মীদের গত ১৬ বছরে গুলি করে হত্যা করে, গুম ও নির্যাতন করে জেলে বন্দী করেছে। সরকারকে বলতে চাই এখনকার বিএনপি নেতাকর্মীরা আগের চেয়ে অনেক পরিক্ষিত এই বিএনপির সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই।

আবা/এসআর/২৫

সংস্কার,বিলম্ব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত