ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নতুন দলের আত্মপ্রকাশ

মানিক মিয়াতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনের শহীদ পরিবার
মানিক মিয়াতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি - এনসিপি)। এ উপলক্ষ্যে আযোজিত অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন নেতাকর্মী এবং সাধারণ ছাত্র ও জনতা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এনসিপি।

এর নেতৃত্বে রয়েছেন জুলাই-আগস্টের অভ্যুত্থানের সমন্বয়করা। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক হচ্ছেন বলে জানা গেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীর মিরপুর, শাহবাগ, উত্তরা, রমনাসহ বিভিন্ন এলাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে জুলাই আন্দোলনে শহীদ পরিবার, এমনটিই জানা গেছে। তবে ঠিক কোন শহীদের পারিবার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্র-জনতা,এনসিপি,আত্মপ্রকাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত