দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবে বিএনপি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১১:০১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

চরদিনের সফরে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই বৈঠকটি হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা অংশ নেবেন।
গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব চার দিনের সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
আবা/এসআর/২৫