ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নাহিদ-নুসরাতের সুপারিশে ওয়াসার ১৫০ জনের নিয়োগ, যা বললেন হান্নান মাসুদ

নাহিদ-নুসরাতের সুপারিশে ওয়াসার ১৫০ জনের নিয়োগ, যা বললেন হান্নান মাসুদ

ঢাকা ওয়াসার আটসোর্সিংয়ের নিয়োগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমের সুপারিশ নিয়ে তুমুল আলোচনা চলছে।

ওই বিষয়টি নিয়ে কথা বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এ বিষয়ে মতামত তুলে ধরেন তিনি। তার স্ট্যাটাসটি নিচে দেওয়া হলো:

আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটা দৈনন্দিন ব্যাসিসে স্বল্প সময়ের চাকুরী।

ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা।

নাহিদ ইসলাম ভাই, Nusrat Tabassum আপুকে আমি অন্তত ৪ বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে, চিলের পিছনেই দৌঁড়াচ্ছে। কিন্তু কান কানের জায়গায় আছে কিনা তা আর হাত দিয়ে ধরে দেখছে না।

এই মানুষগুলাকে সামনের ক্রাইসিস সময়ে এদেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্যে ঠিকই কারো না করো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নিবে।

প্রসঙ্গত, নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই ১৫০ জনকে বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। যার পুরোটাই হয়েছে বিভিন্ন সমন্বয়ক ও বিভিন্ন জনের রেফারেন্সে।

নুসরাত,নাহিদ,ওয়াসা,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত